নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা | Trust Bank Job Circular 2025


আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা | Trust Bank Job Circular 2025 নিয়ে আলোচনা করব।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘অফিসার (Officer)’ পদে জনবল নিয়োগ দেবে। বিশেষ আকর্ষণীয় বিষয় হলো— এই পদে বয়সসীমা নির্ধারিত নেই, অর্থাৎ যোগ্য প্রার্থীরা বয়সের সীমাবদ্ধতা ছাড়াই আবেদন করতে পারবেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশেষ করে ব্যাংকিং খাতে কর্মজীবন শুরু করতে আগ্রহী তরুণ ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। 

প্রতিষ্ঠানের নামঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited)

বিভাগের নামঃ POS & ATM Operation (AO to OFF), Digital Banking Division

পদের নামঃ অফিসার (Officer)

পদসংখ্যাঃ নির্ধারিত নয় (প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে)

Trust Bank Job Circular 2025

যোগ্যতা ও শর্তাবলিঃ- প্রার্থীদের অবশ্যই স্নাতক (Bachelor’s) বা সমমানের ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ব্যাংকিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতাঃ প্রার্থীদের কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে POS/ATM Operation বিভাগে কাজের ক্ষেত্রে।

বয়সসীমাঃ এই নিয়োগে বয়সসীমা প্রযোজ্য নয় যা অনেকের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে।

চাকরির ধরনঃ ফুল টাইম (Full-time)

ট্রাস্ট ব্যাংক নিয়োগ ২০২৫

প্রার্থীর ধরনঃ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থলঃ বাংলাদেশের যে কোনো স্থান। অর্থাৎ, নির্বাচিত প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন শাখা বা অফিসে কাজ করার সুযোগ পাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে (Bank’s HR Policy অনুযায়ী)। অতিরিক্ত সুবিধাঃ বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, মেডিকেল ও বীমা কভারেজ, পারফরম্যান্স বোনাস ও ট্রাস্ট ব্যাংক কর্মীদের দক্ষতা, সততা এবং কর্মদক্ষতার ওপর ভিত্তি করে নিয়মিত পদোন্নতি ও উন্নতির সুযোগ দিয়ে থাকে

দায়িত্ব ও কাজের বিবরণ

অফিসার (Officer) পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ট্রাস্ট ব্যাংকের POS ও ATM Operations সংক্রান্ত কাজ পরিচালনা করতে হবে। এর মধ্যে থাকবে । 

০১। POS/ATM নেটওয়ার্ক মনিটরিং

০২। কার্ড ট্রান্সাকশন ও সিস্টেম সাপোর্ট

০৩। ডিজিটাল ব্যাংকিং সেবার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

০৪। কাস্টমার সাপোর্ট ও সিকিউরিটি মনিটরিং

০৫। টিম কো-অর্ডিনেশন ও রিপোর্টিং। ডিজিটাল ব্যাংকিংয়ের যুগে ট্রাস্ট ব্যাংক তাদের অনলাইন ট্রান্সাকশন সার্ভিসকে আরও নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে, আর এই পদ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Trust Bank Officer Job

আবেদনের নিয়মঃ যারা ট্রাস্ট ব্যাংকে ক্যারিয়ার গড়তে চান, তারা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

আবেদন লিংক: Trust Bank Limited Apply  আবেদন করার আগে প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং যোগাযোগ তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রকাশ সূত্রঃ বিডিজবস। 

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা | Trust Bank Job Circular 2025 এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট