নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৫ | নৌবাহিনী নিয়োগ ২০২৫ | Navy Nabik Job Circular 2025
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৫ | নৌবাহিনী নিয়োগ ২০২৫ | Navy Nabik Job Circular 2025 নিয়ে আলোচনা করব।
৪৩০ পদে নৌবাহিনীতে নাবিক পদে নিয়োগ ২০২৫ এর বিজ্ঞপ্তি আবেদন করার মাধ্যম হয়তোবা একটা সরকারি চাকরি পেতে পারেন। আপনার বাংলাদেশ নৌবাহিনী চাকরি করার আগ্রহ থাকে তাহলে দেরি না করে আবেদন করে ফেলুন। নিয়োগ বিজ্ঞপ্তিতে আয়োজন করার জন্য আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে তা ও আবেদন করার প্রতিযোগিতার সকল বিস্তারিত নিজের তুলে ধরা হল।
অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য)।
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক খ। সাঁতার জানা অত্যাবশ্যক গ। অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়) ঘ। বয়স: ০১ জানুয়ারি ২০২৬ (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অযোগ্যতা।
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যন্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে।
খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে। গ। দ্বৈত নাগরিকত্ব। ঘ। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ।
ক। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
(১) এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র। (২) এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোন কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বানৌজা শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৫
আমরা আমাদের ওয়েবসাইটে www.chakrir.com এই ওয়েবসাইট বাংলাদেশ সকল সরকারি বেসরকারি প্রাইভেট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আমাদের এই ওয়েবসাইট থেক্র আমরা এই লেখাটি সহ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফরম পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি।
বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৫
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
পদ সংখ্যা : ২৮০ জন।
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম 'এ' গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের নাম: রেগুলোটিং ।
পদ সংখ্যা : ২০ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (মাদ্রাসা ও ভোকেশনাল সহ )/সমমান, জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ 2025
পদের নাম: রাইটার।
পদ সংখ্যা : ২২ জন।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: স্টোর ।
পদ সংখ্যা : ১৮ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: মিউজিশিয়ান।
পদ সংখ্যা : ০৮ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: মেডিকেল ।
পদ সংখ্যা : ১০ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (বিজ্ঞান বিভাগ ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: কুক ।
পদ সংখ্যা : ২৫ জন।
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
পদের নাম: স্টুয়ার্ড।
পদ সংখ্যা : ১৮ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও অদূর্ধ্ব।
পদের নাম: এমডিসি (নৌ) ।
পদ সংখ্যা : ৮ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও অদূর্ধ্ব।
পদের নাম: টোপাস।
পদ সংখ্যা : ১৫ জন।
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা গত যোগ্যতা : ৮ম শ্রেণীর পাস।
নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের অন্যান্য চাকরির মতো বাংলাদেশ নৌবাহিনী চাকরি অন্যতম মাধ্যম হিসেবে প্রত্যক চাকরির প্রার্থীদের নিকট পরিচিতি৷ আপনারা বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা ছিলেন তাদের জন্য একটি সুখবর বললেই চলে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৫ এর আবারও নতুন করে শূন্যপত্র মনে নিয়োগের জন্য বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন করাতে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখুন
চাকরি দাতার নাম : বাংলাদেশ নৌবাহিনী
চাকরির ধরন : সরকারি চাকরি
জেলা : সকল জেলা।
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
পদ সংখ্যা : ১০ টি।
লোক সংখ্যা : ৪৩০ টি।
প্রকাশ সূত্র : অফিসিয়াল ওয়েবসাইট।
আমাদের ওয়েবসাইট : www.chakrir.com
বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৫
শিক্ষাগত যোগ্যতা : এএসএসসি বা সমমানের পাসে।
প্রার্থীর বয়স : পদ অনুযায়ী।
আবেদন এর মাধ্যম : অনলাইন।
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2025
আবেদন শুরুর সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫ ।
আবেদন শেষ সময় : ০৫ অক্টোবর ২০৩৫ তারিখ।
আবেদন করার ওয়েবসাইট : www.joinnavy.navy.mil.bd
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ
বিস্তারিত দেখুন.........
আবেদনপত্র সংগ্রহ ও পুরণ।
Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্্যোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card, American Express, Nexus) এবং মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ২০০/০০ (টাকা দুইশত) টাকার (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে 'জমা দিন' বাটনে ক্লিক করে 'নাবিক-১' ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
ভর্তি পদ্ধতি। অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্রসহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg এবং Dope Test সহ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চুড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৫ | নৌবাহিনী নিয়োগ ২০২৫ | Navy Nabik Job Circular 2025 এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।