বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ | আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী | army job circular 2025


আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ | আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী | army job circular 2025 নিয়ে আলোচনা করব।


বাংলাদেশ সেনাবাহিনী দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অন্যতম শক্তি। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী নতুন সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। যারা দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চান তাদের জন্য এটি এক অনন্য সুযোগ।

bd army job circular 2025 apply online

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১৪ আগস্ট ২০২৫ থেকে এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৫। আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। আসুন এক নজরে জেনে নেই পুরো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য।

army job circukar 2025

নিয়োগের পদসমূহ: সেনাবাহিনীর২০২৫ সালের সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি প্রধান পদে নিয়োগ দেওয়া হবে যেমন :

০১। সৈনিক (জেনারেল ডিউটি - GD) পদ। 

০২।  সৈনিক (ক্লার্ক - CLK) পদ।

bd army job circular 2025 apply online

আবেদন পদ্ধতি :  বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ প্রক্রিয়ায় এবারও TAP (Teletalk Application Payment) Online System এর মাধ্যমে আবেদন গ্রহণ করতে হবে। আবেদন করতে হলে নিচের ধাপগুলো দেখতে পারেন যেমন: 

bd army job circular 2025 sainik

প্রথমধাপ-০১: ওয়েবসাইটে প্রবেশ প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে: https://sainik.teletalk.com.bd এখানেই আপনি আবেদন করতে পারবেন। 

দ্বিতীয় ধাপ-০২: প্রত্যেক টা পদ নির্বাচন করার জন্য ওয়েবসাইটে গিয়ে ( আমি উপরে ওয়েবসাইট দিয়েছি)  সেখানে গিয়ে Application Form এ ক্লিক করে কাঙ্ক্ষিত পদ (GD বা CLK) নির্বাচন করতে হবে।

তৃতীয় ধাপ-৩: তথ্য প্রদান আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ইত্যাদি পূরণ করতে হবে। এছাড়াও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, সব সঠিকভাবে পূরণ করতে হবে।

চতুর্থ ধাপ-৪: ছবি ও স্বাক্ষর আপলোড যেভাবে করবেন।  আপনি যেই ছবি দিয়ে আবেদন করতে চান সেটা যেন অবশ্যই ছবির সাইজ: 300×300 পিক্সেল, সর্বোচ্চ 100 kb হবে। এর বেশি হলে আপলোড নিবে না। 

স্বাক্ষরের সাইজ: স্বাক্ষর এর সাইজ একই  300×80 পিক্সেল, সর্বোচ্চ 60 KB এর মধ্যে রাখবেন। 

পঞ্চম ধাপ-০৫: আবেদন ফি প্রদান

আবেদনের সময় নির্ধারিত ফি TAP Pay System এর মাধ্যমে প্রত্যেক প্রার্থীর ফি প্রদান করতে হবে।

আবেদন ফি প্রদানের নিয়মাবলি: এখানে কিছু অপশন দিয়েছে তারা শুধুমাত্র এই অপশন ব্যাতিত অন্য কোন মাধ্যমে দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন না যেমন : MyCash / SureCash / Rocket / bKash / Nagad এর মাধ্যমে ফি প্রদান করা যাবে। এছাড়াও TAP মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে Application Code দিয়ে টাকা পরিশোধ করতে হবে।আপনি যদি এই  নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি প্রদান না করলে আবেদন বাতিল বলে তারা গণ্য করবে ।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:  শিক্ষাগত যোগ্যতা GD পদে: ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তির্ন সহ  জিপিএ ৩.০ থাকতে হবে।

CLK পদের জন্যে : ন্যূনতম এইচএসসি/সমমান পাসের পরীক্ষায় জিপিএ ৩.০ থাকতে হবে।

আর্মি জব সার্কুলার ২০২৫

প্রার্থীর বয়সসীমা: প্রত্যেক প্রার্থীর বয়স ন্যূনতম: ১৭ বছর (১৪ আগস্ট ২০২৫ তারিখে এর মধ্যে )

এবং সর্বোচ্চ: ২০ বছর এর মধ্যেই আপনি আবেদন এর যোগ্য হবেন। 

সেনাবাহিনীতে চাকরি ২০২৫

প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের মাপ : 

পদ উচ্চতা (ন্যূনতম) বুকের মাপওজন (ন্যূনতম)

পুরুষ প্রার্থীর জন্যে (GD) : প্রত্যেক প্রার্থীর জন্যে সর্বোনিন্ম ৫ ফুট ৬ ইঞ্চি

বুকের মাপ : ৩০-৩২ ইঞ্চি বয়স অনুযায়ী মানানসই। 

পুরুষ (CLK) পদের জন্যে : সর্বোনিন্ম ৫ ফুট ৪ ইঞ্চি ২৮-৩০ ইঞ্চি বয়স অনুযায়ী মানানসই হতে হবে। 

মহিলা (GD) প্রার্থীর:  জন্যে সর্বোনিন্ম ৫ ফুট ২ ইঞ্চি প্রযোজ্য নয় বয়স অনুযায়ী মানানসই হবে। 

মহিলা (CLK) প্রার্থীর:  জন্যে সর্বোনিন্ম ৫ ফুট ২ ইঞ্চি প্রযোজ্য নয় বয়স অনুযায়ী হবে। 

বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে।

army job circular 2025

প্রার্থী বাছাই প্রক্রিয়া: সৈনিক পদে নিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

০১. প্রাথমিক মেডিকেল টেস্ট – শারীরিক ফিটনেস যাচাই করা হবে।

০২. শারীরিক পরীক্ষা – দৌড়, পুশআপ, সিটআপ, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি নিতে হবে।

০৩. লিখিত পরীক্ষা – বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

০৪ . চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা – পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে।

০৫. মৌখিক পরীক্ষা – চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে।

join Bangladesh army 2025

নিয়োগ পরীক্ষার সময়সূচি: আবেদনকারীদের নির্দিষ্ট সময় ও স্থানে হাজির হতে হবে। জেলা ভিত্তিক পরীক্ষা হবে, তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিনে অবশ্যই Admit Card, মূল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে আনতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিলে প্রার্থীরা সরকারি চাকরির সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। যেমনঃ

০১। সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন l

০২। বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সুবিধাl

০৩।  বার্ষিক বোনাসl

০৪। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ|

০৫। চাকরিতে পদোন্নতির সুযোগ

০৬।  পেনশন ও অবসর ভাতা সুবিধা পাবেন প্রত্যেক চাকরিরত প্রার্থীরা। 

সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫

আবেদন শুরুর সময় : ১৪ আগস্ট ২০২৫ তারিখ৷ 

আবেদন শেষ সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়: অক্টোবর ২০২৫

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সৈনিক

অফিসিয়াল নোটিশ দেখুন.....





আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ | আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী | army job circular 2025 এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট