🎯বর্ডার গার্ড বাংলাদেশ ১০৪ তম অতিরিক্ত ব্যাচে (জিডি) পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে।📢🎯শিক্ষাগত যোগ্যতা:- এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইএসসি/সমমান পরীক্ষার কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।✅
bgb job circular 2025
🎯বয়স:- ৫-১০-২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩।
⚠️বিশেষ দ্রষ্টব্য⚠️
🔰জন্ম তারিখ ৬-১০-২০০২ হতে ৫-১০-২০০৭ এর মধ্যে যাদের বয়স শুধু মাত্র তারাই আবেদন করতে পারবেন।✅
সিপাহি নিয়োগ ২০২৫
🎯শারীরিক যোগ্যতা🎯
🔰পুরুষ প্রার্থী:-⤵️
🔹উচ্চতা:-
৫ফুট ৬ ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি
🔹ওজন:-
১১০ পাউন্ড। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১০৪ পাউন্ড।
🔹বুকের মাপ:-
স্বাভাবিক- ৩২ ইঞ্চি।
স্ফিত- ৩৪ ইঞ্চি।
🔹দৃষ্টিশক্তি:- ৬/৬।
🔰মহিলা প্রার্থী:-⤵️
🔹উচ্চতা:-
৫ ফুট ২ ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ ফুট ।
🔹ওজন:-
১০৪ পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৯৬ পাউন্ড ।
🔹বুকের মাপ:-
স্বাভাবিক- ২৮ ইঞ্চি।
স্ফিত- ৩০ ইঞ্চি।
🔹দৃষ্টিশক্তি:- ৬/৬।
🎯আবেদন শুরু:- ২৩ জুলাই ২০২৫।✅
🎯আবেদন শেষ:- ১ আগষ্ট ২০২৫।✅
🎯আবেদন ফি:- ৫৬ টাকা।✅
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া সাধারণত অনলাইনে সম্পন্ন হয়। নিচে এর আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
আবেদনের মাধ্যম:
* আগ্রহী প্রার্থীদের https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া (সাধারণত ৬টি ধাপে সম্পন্ন হয়):
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট (https://joinborderguard.bgb.gov.bd) এ প্রবেশ করতে হবে।
২. বিজ্ঞপ্তি নির্বাচন: চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করতে হবে।
৩. রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪. আবেদন ফর্ম পূরণ: অনলাইনে আবেদন ফর্মটি যত্ন সহকারে পূরণ করতে হবে। সকল প্রয়োজনীয় তথ্য, যেমন - নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি থাকে), মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে প্রদান করতে হবে।
৫. ছবি ও স্বাক্ষর আপলোড: নির্দেশিত মাপ অনুযায়ী ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
৬. আবেদন ফি পরিশোধ: আবেদন ফি পরিশোধের জন্য সাধারণত মোবাইল ব্যাংকিং (যেমন: Teletalk, Nagad, bKash ইত্যাদি) ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
* বিজ্ঞপ্তি অনুসরণ: আবেদনের পূর্বে অবশ্যই বিজিবি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সকল শর্ত ও যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
* আবেদনের সময়সীমা: সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। উদাহরণস্বরূপ, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৩ জুলাই ২০২৫ তারিখ ২৪:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
* প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
* মেডিকেল ও লিখিত পরীক্ষা: অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
সতর্কতা:
* শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
* মিথ্যা বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
* দালাল চক্র থেকে সতর্ক থাকুন।
বিজিবি নিয়োগ ২০২৫
অফিসিয়াল নোটিশ দেখুন :