৫৫০ পদে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | bgb job circular 2025


আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ৫৫০ পদে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | bgb job circular 2025 নিয়ে আলোচনা করব।

🎯বর্ডার গার্ড বাংলাদেশ ১০৪ তম অতিরিক্ত ব্যাচে (জিডি) পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে।📢

‎🎯শিক্ষাগত যোগ্যতা:- এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইএসসি/সমমান পরীক্ষার কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।✅

bgb job circular 2025

‎🎯বয়স:- ৫-১০-২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩।

‎⚠️বিশেষ দ্রষ্টব্য⚠️

‎🔰জন্ম তারিখ ৬-১০-২০০২ হতে ৫-১০-২০০৭ এর মধ্যে যাদের বয়স শুধু মাত্র তারাই আবেদন করতে পারবেন।✅

সিপাহি নিয়োগ ২০২৫

‎🎯শারীরিক যোগ্যতা🎯

‎🔰পুরুষ প্রার্থী:-⤵️

‎🔹উচ্চতা:-

‎৫ফুট ৬ ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি 

‎🔹ওজন:-

‎১১০ পাউন্ড। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১০৪ পাউন্ড।

‎🔹বুকের মাপ:-

‎স্বাভাবিক- ৩২ ইঞ্চি। 

‎স্ফিত- ৩৪ ইঞ্চি।

‎🔹দৃষ্টিশক্তি:- ৬/৬।

‎🔰মহিলা প্রার্থী:-⤵️

‎🔹উচ্চতা:-

‎৫ ফুট ২ ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ ফুট ।

‎🔹ওজন:-

‎১০৪ পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৯৬ পাউন্ড ।

‎🔹বুকের মাপ:-

‎স্বাভাবিক- ২৮ ইঞ্চি। 

‎স্ফিত- ৩০ ইঞ্চি। 

‎🔹দৃষ্টিশক্তি:- ৬/৬।

‎🎯আবেদন শুরু:- ২৩ জুলাই ২০২৫।✅

‎🎯আবেদন শেষ:- ১ আগষ্ট ২০২৫।✅

‎🎯আবেদন ফি:- ৫৬ টাকা।✅

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া সাধারণত অনলাইনে সম্পন্ন হয়। নিচে এর আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

আবেদনের মাধ্যম:

 * আগ্রহী প্রার্থীদের https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া (সাধারণত ৬টি ধাপে সম্পন্ন হয়):

১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট (https://joinborderguard.bgb.gov.bd) এ প্রবেশ করতে হবে।

২. বিজ্ঞপ্তি নির্বাচন: চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করতে হবে।

৩. রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪. আবেদন ফর্ম পূরণ: অনলাইনে আবেদন ফর্মটি যত্ন সহকারে পূরণ করতে হবে। সকল প্রয়োজনীয় তথ্য, যেমন - নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি থাকে), মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে প্রদান করতে হবে।

৫. ছবি ও স্বাক্ষর আপলোড: নির্দেশিত মাপ অনুযায়ী ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

৬. আবেদন ফি পরিশোধ: আবেদন ফি পরিশোধের জন্য সাধারণত মোবাইল ব্যাংকিং (যেমন: Teletalk, Nagad, bKash ইত্যাদি) ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:

 * বিজ্ঞপ্তি অনুসরণ: আবেদনের পূর্বে অবশ্যই বিজিবি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সকল শর্ত ও যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

 * আবেদনের সময়সীমা: সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। উদাহরণস্বরূপ, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৩ জুলাই ২০২৫ তারিখ ২৪:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

 * প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

 * মেডিকেল ও লিখিত পরীক্ষা: অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

সতর্কতা:

 * শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

 * মিথ্যা বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

 * দালাল চক্র থেকে সতর্ক থাকুন। 

বিজিবি নিয়োগ ২০২৫

অফিসিয়াল নোটিশ দেখুন : 












আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। ৫৫০ পদে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | bgb job circular 2025 এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট