ঢাকায় নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৪০ বছরেও আবেদন করার সুযোগ | Bengal Commercial Bank PLC


আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ঢাকায় নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৪০ বছরেও আবেদন করার সুযোগ | Bengal Commercial Bank PLC নিয়ে আলোচনা করব।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে ‘আইটি/আইএস অডিটর (অফিসার টু ইও)’ পদে যোগ্য জনবল নিয়োগ দেবে। যারা তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞ এবং একটি স্থিতিশীল কর্মজীবন গড়তে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ। উল্লেখযোগ্য বিষয় হলো এই পদে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামঃ- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি (Bengal Commercial Bank PLC)

বিভাগঃ- ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (Internal Control and Compliance Division)

পদের নামঃ- আইটি/আইএস অডিটর (অফিসার টু ইও)। 

চাকরির ধরনঃ- ফুল টাইম (Full-time)

প্রার্থীর ধরনঃ- নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদ সংখ্যাঃ- পদসংখ্যা নির্ধারিত নয়। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমাঃ- এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে নমনীয়তা রাখা হয়েছে। সর্বোচ্চ বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুবিধা, কারণ সাধারণত ব্যাংকিং চাকরিতে বয়স সীমা ৩০–৩৫ বছরের মধ্যে থাকে।

কর্মস্থলঃ- ঢাকা (Head Office )। 

শিক্ষাগত যোগ্যতাঃ- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

যোগ্যতার বিস্তারিত নিচে দেওয়া হলো:

০১। ডিগ্রি: বিএসসি ইন সিই (Computer Engineering), সিএসই (Computer Science and Engineering), আইটি (Information Technology) বা সমমান।

০২। অতিরিক্ত যোগ্যতা: আইটি সিকিউরিটি বা অডিটিং বিষয়ে কোর্স/সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

০৩। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 1


অভিজ্ঞতা ও দক্ষতা

এই পদে নিয়োগ পেতে হলে প্রার্থীর কিছু বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন, যেমন:

০১। ব্যাংকিং সিস্টেমে আইটি অডিট কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে । 

০২। নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এবং ডেটা প্রোটেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে । 

০৩। আইএসও স্ট্যান্ডার্ড এবং আইটি কমপ্লায়েন্স রেগুলেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে । 

০৪। O racle/SQL Database ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে । 

০৫। বিশ্লেষণী মনোভাব এবং রিপোর্টিং দক্ষতা থাকতে হবে । 

০৬। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সাবলীল যোগাযোগ হতে হবে । 

বেতন ও অন্যান্য সুবিধা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সবসময় তাদের কর্মীদের জন্য প্রতিযোগিতামূলক বেতন কাঠামো ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। বেতন: আলোচনা সাপেক্ষে (প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে) অতিরিক্ত সুবিধাঃ পারফরম্যান্স বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা, উত্কৃষ্ট কর্মীদের জন্য পদোন্নতির সুযোগ রয়েছে । 

দায়িত্ব ও কর্তব্য

নিযুক্ত আইটি/আইএস অডিটর হিসেবে প্রার্থীর মূল দায়িত্ব হবে ব্যাংকের তথ্যপ্রযুক্তি কাঠামোর অডিট, ঝুঁকি নিরূপণ এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করা।

দায়িত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ 

০১। ব্যাংকের আইটি সিস্টেম ও ডেটাবেস অডিট করা

০২। সাইবার হুমকি ও ডেটা লিক প্রতিরোধের কৌশল প্রণয়ন

০৩। আইটি নীতিমালা ও মানদণ্ড অনুসারে অডিট রিপোর্ট তৈরি

০৪। ঝুঁকি বিশ্লেষণ ও ব্যবস্থাপনা পরামর্শ দেওয়া

০৫। ইন্টারনাল অডিট টিমের সঙ্গে সমন্বয় করে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা হবে । 

আবেদন করার নিয়ম

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন করতে যা করতে হবে: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন 👉 www.bengalcommercialbank.com.bd Career ” অপশনে ক্লিক করে IT/IS Auditor (Officer to EO) পদটি নির্বাচন করুন। অনলাইন আবেদন ফরম পূরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন। ছবি, সিভি ও শিক্ষাগত সনদপত্র আপলোড করুন। আবেদন সাবমিট করে কনফার্মেশন কপি সংরক্ষণ করুন।

আবেদনের শেষ সময়ঃ-  আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। 

প্রকাশ সূত্রঃ বিডিজবস। 


আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। ঢাকায় নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৪০ বছরেও আবেদন করার সুযোগ | Bengal Commercial Bank PLC এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট