গেটস কেমব্রিজ স্কলারশিপ, ৩৩ লাখ টাকার সঙ্গে বিমান টিকিটসহ নানা সুবিধা........
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গেটস কেমব্রিজ স্কলারশিপ, ৩৩ লাখ টাকার সঙ্গে বিমান টিকিটসহ নানা সুবিধা........ নিয়ে আলোচনা করব।
বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। কোনো কোর্সে আবেদন ৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আবার কোনো কোর্সের আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২৫।
বৃত্তির সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ খরচ, টিউশন ফি প্রদান করবে। সঙ্গে অতিরিক্ত ভাতাও মিলবে।
*পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১ হাজার পাউন্ড দেবে। (বাংলাদেশি টাকায় ৩৩ লাখ ৩ হাজার ৩৮১ টাকা, ৫ সেপ্টেম্বরে ১ পাউন্ড সমান
১৫৭ টাকা ৩০ পয়সা ধরে)। পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত প্রদান করা হবে।
*উড়োজাহাজে যাতায়াতের খরচ।
*ভিসা ও স্বাস্থ্য পরীক্ষার খরচ।
*বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সভেদে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত ভাতা।
*পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড মিলবে।
*সঙ্গীর জন্য কোনো ধরনের তহবিল প্রদান করা হবে না।
*পিএইচডির অংশ হিসেবে ফিল্ড ওয়ার্কের সময় মিলবে খরচ।
* মাতৃত্ব/পিতৃত্ব তহবিল ও
*অপ্রত্যাশিত সমস্যা হলে মিলবে তহবিল।
যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*অসামান্য মেধাক্ষমতা থাকতে হবে।
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
*প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে।
*নেতৃত্বের সম্ভাবনা।
Application Links: https://www.gatescambridge.org/
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। গেটস কেমব্রিজ স্কলারশিপ, ৩৩ লাখ টাকার সঙ্গে বিমান টিকিটসহ নানা সুবিধা........ এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।