৫০০ টি পদে বাংলাদেশের আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বাংলাদেশ আনসার ও ভিডিপি আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা। রক্ষায় নিয়োজিত থাকে। বাহিনীর ৫০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।
bangladesh battalion job circular 2023
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি ১৬ সেপ্টেম্বর , ২০২৩ খ্রি. তারিখ হতে ৩০ সেপ্টেম্বর , ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য তাদের নম্বরে যোগাযোগ করতে হবে। অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেল আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষ করবেন। পরবর্তীতে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেল আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র, আবেদনপত্র ও প্রয়োজনীয় সকল সনদপত্র সহ উপস্থিত হবেন। প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা নির্বাচনে ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar, HbAIC, HBsAg, Anti HCV, Serum Creatinine Ges Dope Test সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, Fasting Sugar, HbA1C & Serum Cretinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBsAg I Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) Ges Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভিআর (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। সনদ/কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।
আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ক। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ পত্রের ফটোকপি। । ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি (সামনে থেকে তোলা)।
গ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
ঘ। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।ও । অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌলতানারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত। চ । প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
৭। শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল।
আনসার ব্যাটালিয়ন নিয়োগ
(২) উৎসব ভাতা : ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা। (৩) রেশন সামগ্রী। সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)।
(৪) চিকিৎসাঃ অংগীভূত ‘ব্যাটালিয়ন আনসার’ অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারী হাসপাতালের চিকিৎনা যায় কর্তৃপক্ষ বহন করবে।
প্রশিক্ষণকালীন: দৈনিক ভাতা ১৫০/- টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা । অবসরকালীন। একনাগাড়ে ৫ (পাঁচ) তার সাজনক অংগীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহদের সমতা প্রতিবছর চাকরিকালের জন্য ২ মাসের সমপরিমান জাকা (অনুমান সৈনিক/ যোৱানী রাজা হিসেবে সর্বোচ্চ ১২ মাসের নৈনিকভাতা মাছইটি হিসেবে এককালীন। কর্মরত অবস্থায় মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদান
আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার
(১) আর -সমস্যার পরিবারকে এককালীন অনুদান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোন অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদ কর্তব্যরত অবস্থায় মৃত্যু কালে এর পরিবারকে ৬ 0 000/- (ছা লক্ষ) টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে তাতে.
ansar battalion circular 2023
১০। প্রশিক্ষণকাল ০৬ ) মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে ভাবে সমাপ্ত করতে হবে। ১১। চাকরির মেয়াদ ০৬ (ছয়) বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণপূর্বকথা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।
১২। বিশেষ প্রজা। কবি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে :
Bangladesh answer battalion job circular 2023
(১) আনসার ও ভিডিপি সদস্যদের ক্ষেত্রে। জেলা কমান্ড্যান্ট/আনসার ভিডিপি একাডেমি কর্তৃক প্রদত প্রশিক্ষণ সনদপ্তর প্রদর্শন করতে হবে।
(ক) বীর মুক্তিযোদ্ধা/শহীন মুক্তিযোদ্ধার পুত্র/পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে প্রার্থীদের পিতা/মাতা/পিতামহ/ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূলকপি ভাবে উপযুক্ত কর্তৃপক্ষ (মুক্তিযুদ্ধ প্রতারক হবে। হীদ মুক্তিযোদ্ধার পুত্র হলে প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিতে পুত্র এই মর্মে গাড়ী হয়নি পরিষদের ওয়াকমান/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদতা মুলক পুত্র-কন্যার সুরার ক্ষেত্রে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর নিকট সম্প্রতি অ্যাি (৩) তিন সদস্যসের ক্ষেত্রে প্রাপ যাতে প্রতারিখ ও এতিমখানা নিন বাতিল নর এবং জেলা/উবে। ধীদের সংগ্রাম করতে হবে। বিজ্ঞান বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি। ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভাগীয় বিধি-বিধান ও নীতিমালা প্রযোজ্য হবে। প্রার্থীদের কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
আনসার ব্যাটালিয়ন পদের জন্য আবেদন করার যোগ্যতা
লিংগ : পুরুষ।
বয়স : ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ ১৮ থেকে ২২ বছর।
সর্বোনিন্ম উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি।
সর্বনিন্ম বুকের মাপ : স্বাভাবিক + সম্পাসারিত
( ৩২+৩৪) ইঞ্চি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
আবেদন ফি : ২০০ টাকা।
ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার
আবেদন শুরুর সময় : ১৫- ০৯ -২০২৩ তারিখ।
আবেদন শেষ সময় : ৩০ – ০৯ – ২০২৩ তারিখ।
আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার
officials websites : www.ansarvdp.gov.bd
আনসার ব্যাটালিয়ন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখুন
চাকরি দাতার নাম : আনসার ব্যাটালিয়ন
চাকরির ধরন : সরকারি চাকরি
জেলা : সকল জেলা।
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৩
পদ সংখ্যা : ০১ টি।
লোক সংখ্যা : ৫০০ টি।
প্রকাশ সূত্র : অফিসিয়াল ওয়েবসাইট।
আমাদের ওয়েবসাইট : www.chakrir.com
আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ
বিস্তারিত দেখুন………
আমার চাকরি দরকার
apply now